শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
টপ নিউজ::
দূর্নীতি, অনিয়ম, গুম, খুন, চাঁদাবাজি করে বেশিদিন টিকে থাকা যায় না : অধ্যক্ষ আলমগীর হোসেন গুচ্ছগ্রামের পরিত্যক্ত ঘরেও স্থান হলো না গৃহহীন মমেনা বেগমের ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান শেরপুর জেলায় ৩৪ টি কেন্দ্রে ১৪৯৭২ জন শিক্ষার্থী এইচ.এস. সি পরিক্ষার্থীর উপস্থিতি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আইসিএমএবি প্রতিনিধি দলের সাক্ষাৎ মহুয়া সাংস্কৃতিক পরিষদের কমিটি ঘোষণা: সভাপতি হামিদুল আলম সখা ও সা. সম্পাদক সুবোধ চন্দ্র ভৌমিক বিসিএস প্রশাসন ক্যাডারে দেশসেরা হয়েছেন জামালপুরের ফরহাদ হোসেন সারাদেশে নারী নির্যাতনের শিকার ১,৫৫৫ জন, ধর্ষণের শিকার ৩৫৪ জন নোয়াখালীতে ঘরে ঢুকে আ.লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু

শেরপুর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদকের নামে মিথ্যা মামলা, প্রতিবাদে নিন্দা প্রস্তাব

সামিউল আলম সোহান / ১৭৮ বার
আপডেট সময় :: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৫:০১ অপরাহ্ন

শেরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও শেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এবং আনন্দ টিভির শেরপুর প্রতিনিধি মারুফুর রহমানকে হত্যা মামলায় নাম দিয়ে হয়রানি করার প্রতিবাদে নিন্দা প্রস্তাব করেছে শেরপুর প্রেসক্লাব।

সোমবার (২৩ ডিসেম্বর) রাত ৮ টায় শহরের গৃদ্দানারায়ণপুরে শেরপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের উপস্থিতিতে সকলের সম্মতিতে নিন্দা প্রস্তাব করা হয়।

উক্ত জরুরি সভায় শেরপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এসএম শহিদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চালনায় উপস্থিত সকল সাংবাদিক নেতাদের বক্তব্যে বলেন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মারুফের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর তীব্র প্রতিবাদ জানানো হয়। সেই সাথে অনতিবিলম্বে সাংবাদিক নেতা মারুফের বিরুদ্ধে মিথ্যা মামলা হতে দ্রুত অব্যাহতি দেওয়ার জোর দাবি জানান পুলিশ প্রশাসনের প্রতি।

উল্লেখ্য, এ বছরের প্রথম দিকে আমেরিকা প্রবাসী আব্দুল হালিম জীবন হত্যা মামলার ঘটনায় আনন্দ টিভি প্রতিনিধি মারুফুর রহমান সংবাদ পরিবেশন করার কারণে ওই হত্যা মামলার আসামি শেরপুরের সাবেক জাতীয় পার্টির সভাপতির ছেলে আব্দুর রউফ জামিনে এসে প্রতিশোধ পরায়ণ হয়ে সাংবাদিক মারুফকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে আসছিল। গত দুই মাস আগে আব্দুর রউফের ঘনিষ্ঠ সহযোগী মুকুল হোসেন এর শ্যালোক বিএসএফ কর্তৃক ভারতীয় সীমান্তে হত্যা হয়। ওই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হলেও অসৎ উদ্দেশ্যে শেরপুর আদালতে মুকুল বাদী হয়ে একটি মিথ্যা হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আব্দুর রউফের পরামর্শে মকুল হোসেন তার মামলায় উদ্দেশ্য প্রণোদিত হয়ে সাংবাদিক মারুফের নাম অন্তর্ভুক্ত করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিক মারুফ।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!