কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্কুল ব্যাগে গাঁজা পরিবহনের সময় তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ২৩ মার্চ ২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৬:০০ ঘটিকায় নাগেশ্বরী পৌরসভাধীন মালভাঙ্গা ব্রিজ এলাকা থেকে স্কুল ব্যাগে করে মাদক পরিবহনের সময় ০৪ কেজি গাঁজা সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক ব্যবসায়ীরা সাধারণ মানুষের সন্দেহ এড়ানোর জন্য স্কুল ব্যাগ ব্যবহার করছিল বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন: নাগেশ্বরী উপজেলা রায়গঞ্জ ইউনিয়ন রাঙ্গালীর বস এলকার মাদক কারবারি মোঃ আব্দুল গফুর (৪০), মোহাম্মদ শাহানুর আলম (৪৫) ও মোহাম্মদ খোকন মিয়া (২৭)।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বলেন উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে।
নাগেশ্বরীতে স্কুল ব্যাগে গাঁজা পরিবহনের সময় ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Posted By Towhid Sagor On In সারাদেশ | Comments Disabled