- - https://dailyjogajog.com -

শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডপস’র এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধন সনদ প্রাপ্তি

ডেভলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবলিটি (ডপস) একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি শেরপুর জেলায় শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক কাজ করে আসছে। আজ ২৩ এপ্রিল (বুধবার) সংগঠনটি এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধন সনদ লাভ করে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক এর কাছ থেকে সনদটি গ্রহণ করেন ডপস এর প্রতিষ্ঠাতা পরিচালক শাহিন মিয়া বিএসপি এবং ডপস’র সভাপতি ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ শহিদুর রহমান।

উল্লেখ্য ২০০৮ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি ২০১১ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত হয়, যার রেজি: নং শের-০০৬৪১/১১। শিক্ষা ও সমাজ উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শাহিন মিয়া বিএসপি বাংলাদেশ সেনাবাহিনী থেকে ‘বিশিষ্ট সেবা পদক (২০১৪-১৫)’ এবং ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার (২০১৯-২০)’ অর্জন করেন।

শাহিন মিয়া বিএসপি বলেন, ডপস আজ একটি ঐতিহাসিক মূহুর্ত অতিক্রম করলো। দীর্ঘদিনের স্বপ্ন, অপেক্ষা আর নিরলস পরিশ্রমের পর আজ আমরা এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধন সনদ হাতে পেয়েছি—আলহামদুলিল্লাহ। এটি শুধু ডপস-এর অর্জন নয়, এটি আলোকিত শেরপুর গড়ার পথে একটি নতুন অধ্যায়ের সূচনা। আমাদের এই যাত্রায় পাশে থাকার জন্য সকল শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি জানাই হৃদয় থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা। ভবিষ্যতেও মানবকল্যাণে আপনাদের সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই নিরলসভাবে। আপনাদের দোয়া ও সহযোগিতা একান্ত কাম্য।

ডপস এর এ অর্জনকে সাধুবাদ জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব শাহ মো. আবুরায়হান আলবেরুনী, পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও মিডিয়া ব্যক্তিত্ব এডভোকেট মনিরুজ্জামান (শাশ্বত মনির), শেরপুর জেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদসহ শেরপুর জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ।