বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন
টপ নিউজ::
শেরপুরে ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষতি সাবেক সাত মন্ত্রী এক বিচারপতি সহ ২২ ভিআইপির মুক্তিযোদ্ধা সনদ তলব নকলা হাসপাতালে জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা আওয়ামী দোসরদের নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব দখলের চেষ্টা, ১০ সাংবাদিক আহত নোয়াখালীতে ১০ বছরের ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সিরাজগঞ্জে বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটার গাড়ি জব্দ কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ২২১০০ পিস ইয়াবাসহ ১ এক মাদক ব্যবসায়ীকে আটক সুবর্ণচরে বিধবাকে গণধর্ষণ, পলাতক আসামী গ্রেপ্তার ১ মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

নকলায় শীতার্তদের মাঝে ‘যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’র শীতবস্ত্র বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি / ৫৪ বার
আপডেট সময় :: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৫:০২ অপরাহ্ন

পৌষের মাঝামঝি দিকে এসে সীমান্তবর্তী জেলা শেরপুরে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় শ্রমজীবী ও নি¤œ আয়ের মানুষজন শীতে কাবু হয়ে পড়েছেন। প্রায় প্রতি রাতে বৃষ্টির ফোঁটার মতো ঝড়ছে কুয়াশা। দিনের প্রায় মধ্য ভাগ পর্যন্ত দেখা মিলছেনা সূর্যের। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের কিছুটা উত্তাপ ছড়ালেও বিকেল হতেই তাপমাত্রা আবারও নি¤œগামী হতে থাকে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিপাকে পড়েছেন শীতের রাতে বাসস্ট্যান্ডে ও ফুটপাতে রাত্রি যাপন করা ছিন্নমূল শীতার্ত এবং দরিদ্র অসহায় ও নিম্ন আয়ের মানুষ।

এমতাবস্থায় ‘যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’ নামক একটি সংস্থা শেরপুরের নকলা উপজেলার দরিদ্র অসহায় মোট ১,৩০০ শীতার্তের মাঝে শীত নিবারনের জন্য কম্বল ও শাল বিতরণ করেছে। এরমধ্যে ১,১০০টি কম্বল ও ২০০টি শাল বিতরণ করা হয়।

তথ্য মতে, উপজেলার ২২টি এতিম খানার প্রতিটিতে ২৫ জন করে শিক্ষার্থী, উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটিতে ৫০টি করে, সকল গুচ্ছ গ্রামে (আদর্শ গ্রাম) বসবাসকারী পরিবারের মাঝে এবং বাসস্ট্যান্ডে ও ফুটপাতে রাত্রি যাপন করা ছিন্নমূল শীতার্তের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়। আর শাল গুলো বিতরণ করা হয় অতিদরিদ্র পরিবারের খেটে খাওয়া বিধবা, স্বামী পরিত্যক্ত ও অসহায় বৃদ্ধা মহিলাদের মাঝে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় সহকারি কমিশনার (ভূমি) মো. জুয়েল মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম ও সুবিধাভোগী শীতার্ত নারী-পুরুষসহ অনেকে উপস্থিত ছিলেন।

এরপরে, দুপুরের দিকে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন এতিম খানার হাফেজি শিক্ষার্থীদের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়। এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাঠাকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহিদুল ইসলাম তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, কোটেরচর জাহেদ আলী ও মাহবুব আলী চৌধুরী আল আমিন এতিম খানার মোহতামিম হাফেজ মো. শহিদুল ইসলাম ও ইসলাম নগর বাশারুল উলুম মাদরাসা ও এতিমখানার মোহতামিম হাফেজ মাওলানা মাহদি হাসান।

অন্যান্যদের মধ্যে, মুক্তির বাজার কোরআনের বানী হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার মোহতামিম হাফেজ মাওলানা শামীম আহমেদ, চরবসন্তী আদর্শ গোরস্থান মাদরাসা ও এতিমখানার মোহতামিম হাফেজ মো. মোবারক হোসেনসহ পাঁচ কাহুনিয়া গাদুর মোড় হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার মোহতামিম এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন এতিমখানা ও হাফেজি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়া, এদিন বিকেলে উপজেলা শহরের ডাকবাংলো চত্বরে শীতার্ত পুরুষদের মাঝে কম্বল ও নারীদের মাঝে শাল বিতরণ করা হয়। এসময় যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’র প্রোগ্রাম ম্যানেজার মো. রেজাউল করিমসহ উপজেলা যুব ফোরামের যুগ্ম আহবায়ক তরুণ সাংবাদিক লিমন হাসান ও যুব ফোরামের সদস্য নাঈম হাসান, প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন এলাকা থেকে আগত তিন শতাধিক শীতার্ত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় শীত নিবারনের জন্য বিনামূল্যে উন্নত মানের কম্বল ও শাল পেয়ে ‘যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’ সংস্থার প্রতি সুবিধাভোগী শীতার্তরা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া এমন মহতি উদ্যোগের জন্য উদ্যোক্তাদের সাধুবাদ ও বিতরণ কাজে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তারা।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!