বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
টপ নিউজ::
মহুয়া সাংস্কৃতিক পরিষদের কমিটি ঘোষণা: সভাপতি হামিদুল আলম সখা ও সা. সম্পাদক সুবোধ চন্দ্র ভৌমিক বিসিএস প্রশাসন ক্যাডারে দেশসেরা হয়েছেন জামালপুরের ফরহাদ হোসেন সারাদেশে নারী নির্যাতনের শিকার ১,৫৫৫ জন, ধর্ষণের শিকার ৩৫৪ জন নোয়াখালীতে ঘরে ঢুকে আ.লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু নোয়াখালীতে সাপের ছোবলে শিশুর মৃত্যু স্ত্রীর দেয়া বাইকে প্রেমিকা নিয়ে ঘুরছেন স্বামী; বিচারের আশায় আদালতের বারান্দায় অন্তঃসত্তা অসহায় স্ত্রী বেলকুচিতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু দেশের স্বার্থে স্থলবন্দরগুলোকে আরো গতিশীল ও কার্যকর করার আহবান নৌপরিবহন উপদেষ্টার বিপুল উদ্দীপনায় সফলভাবে সম্পন্ন হলো ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৫’

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ২২ লাখ ৯০ হাজার টাকার হীরার নাকফুল আটক

মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা / ৫২১ বার
আপডেট সময় :: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৫:১৩ অপরাহ্ন

সাতক্ষীরা সীমান্তে বিশেষ অভিযানে বিপুল মূল্যের হীরার গহনা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর দিক নির্দেশনায় পরিচালিত এক অভিযানে ভারত থেকে পাচারকালে ২২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৯০টি হীরার নাকফুল জব্দ করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানায়, সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর ব্রীজ এলাকা দিয়ে ভারত থেকে হীরার গহনা বাংলাদেশে পাচার হওয়ার সম্ভাবনার কথা জানতে পারে তারা। তথ্যের সত্যতা যাচাই করে অধিনায়কের নির্দেশে ভোমরা বিওপির নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল সেখানে কৌশলে অবস্থান নেয়।

অভিযানের সময় এক চোরাকারবারী পায়ে হেঁটে সীমান্ত এলাকা অতিক্রমকালে বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে সঙ্গে থাকা একটি প্যাকেট ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই প্যাকেটটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৯০টি হীরার নাকফুল জব্দ করে, যার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৯০ হাজার টাকা।

আটককৃত হীরার গহনাগুলো যথাযথ আইনি প্রক্রিয়া শেষে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তে অবৈধ পণ্যের পাচার রোধে তাদের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!