বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
টপ নিউজ::
শেরপুরে ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষতি সাবেক সাত মন্ত্রী এক বিচারপতি সহ ২২ ভিআইপির মুক্তিযোদ্ধা সনদ তলব নকলা হাসপাতালে জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা আওয়ামী দোসরদের নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব দখলের চেষ্টা, ১০ সাংবাদিক আহত নোয়াখালীতে ১০ বছরের ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সিরাজগঞ্জে বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটার গাড়ি জব্দ কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ২২১০০ পিস ইয়াবাসহ ১ এক মাদক ব্যবসায়ীকে আটক সুবর্ণচরে বিধবাকে গণধর্ষণ, পলাতক আসামী গ্রেপ্তার ১ মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকায় “রমজানে বিশেষ মিশরীয় রাত” আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শওকত আলী হাজারী / ৩৮০ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ১১:১১ অপরাহ্ন

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল ঢাকা আয়োজন করতে যাচ্ছে এক অনন্য ভোজ ও সাংস্কৃতিক ইভেন্ট “রমজানের বিশেষ মিশরীয় রাত ফিচারিং বুফে ইফতার ফলোড বাই বুফে ডিনার” (Ramadan Special Egyptian Nights Featuring Buffet Iftar followed by Buffet Dinner)। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী খাবার ও সাংস্কৃতিক পরিবেশনার মিলনমেলা রমজানের পবিত্রতা ও সৌন্দর্যকে আরও বিশেষভাবে উদযাপন করতে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল আয়োজন করছে এই ব্যতিক্রমী ইভেন্ট। এতে অতিথিরা উপভোগ করতে পারবেন সুস্বাদু মিশরীয় ও মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ইফতার ও সেহরি।

মঙ্গলবার ১১ মার্চ ২০২৫ খ্রী: বিকেলে হোটেল সোনারগাঁ এর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান, হোটেলটির ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার আসিফ আহমেদ। এ সময় আরও বক্তব্য রাখেন ফুড ও বেভারেজ বিভাগের পরিচালক কাজী মোয়াজ্জেম হোসেন, মিশর থেকে আগত দুই রন্ধনশিল্পী শেফ আল খলিফা ও শেফ রামাদান আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সোনারগাঁ হোটেলের জনসংযোগ বিভাগের ম্যানেজার মোহাম্মদ নাফিউজ্জামান।

এই আয়োজনের উদ্দেশ্য শুধু খাবার পরিবেশন নয়, বরং মধ্যপ্রাচ্যের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা। এতে থাকবে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী খাবার, মনোমুগ্ধকর আলোকসজ্জা, এবং বিশেষ আতিথেয়তা। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল বরাবরই অতিথিদের জন্য বিশ্বমানের আতিথেয়তা নিশ্চিত করতে কাজ করে আসছে। এই আয়োজনের মাধ্যমে হোটেলটি ঢাকার বিলাসবহুল হোটেল ও রেস্তোরাঁ সংস্কৃতির এক নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। এই সময়ে অতিথিরা উপভোগ করতে পারবেন এক অনন্য ইফতার ও ডিনারের অভিজ্ঞতা, যা প্রস্তুত করবেন মিশর থেকে আগত বিখ্যাত দুই রন্ধনশিল্পী, শেফ আল খালিফা এবং শেফ রামাদান আহমেদ।

এই পুরো আয়োজনে ব্যাংকিং পার্টনার হিসেবে থাকবে ব্র্যাক ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের নির্দিষ্ট কার্ডে ১টি বুফে ইফতার কিনলেই পাওয়া যাবে ২টি বুফে ইফতার সম্পূর্ণ ফ্রি। এবং এয়ারলাইন পার্টনার হিসেবে থাকছে এয়ার এশিয়া। হোটেলের ক্যাফে বাজার রেস্টুরেন্ট এ আয়োজিত এই জাঁকজমক বুফে ইফতার এর আয়োজন থাকবে যেখানে ব্র্যাক ব্যাংক ছাড়াও প্রায় ২০ টি নির্দিষ্ট ব্যাংক কার্ডের বিপরীতে ১টি বুফে ইফতার কিনলেই পাওয়া যাবে যথাক্রমে ১টি, ২টি ফ্রি অথবা ৩টি বুফে সম্পূর্ণ ফ্রি। প্রতিদিনই রয়েছে রকমারি খাবারের বুফে ইফতার যা পাওয়া যাচ্ছে যার মুল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৬,৯৫০ টাকায়।

এই বিশেষ আয়োজনের মূল আকর্ষণ থাকবে ঐতিহ্যবাহী মিশরীয় খাবারসমূহ, যা রমজানের সেরা স্বাদের অভিজ্ঞতা প্রদান করবে। ইফতার ও ডিনারের মেনুতে থাকছে মিশরীয় সুপ্রসিদ্ধ খাবার যেমন-কুশারি, মোলোখিয়া, গ্রিলড ল্যাম্ব, মাহশি, কুব্বা, কাওয়ারে, বামইয়া সহ নানা রকম মিশরীয় মিষ্টান্ন এবং আরও অনেক কিছু।

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সর্বদা তার অতিথিদের জন্য ব্যতিক্রমী অভিজ্ঞতা উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করে। এবারও রমজানের পবিত্রতা ও সৌন্দর্যকে আরও বর্ণিল করতে “Egyptian Nights” আয়োজন করা হয়েছে, যেখানে অতিথিরা মিশরীয় সংস্কৃতি ও খাবারের ঐতিহ্য উপভোগ করতে পারবেন। বুফে ইফতারের এই বিশেষ আয়োজনে থাকছে আকর্ষণীয় র‍্যাফেল ড্র এর মাধম্যে আকর্ষণীয় পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ এবং এই বুফে ইফতার ক্রয় করলেই একজন ক্রেতা প্রথম পুরস্কার হিসেবে জিতে নিতে পারেন ঢাকা-কুয়ালালাপুর-ঢাকা সিংগেল এয়ার টিকেট।

“রমজানের বিশেষ মিশরীয় রাত ফিচারিং বুফে ইফতার ফলোড বাই বুফে ডিনার” আয়োজন উপভোগ করতে এখনই আপনার বুকিং নিশ্চিত করুন। সীমিত আসনের জন্য অগ্রিম বুকিং প্রয়োজন। সকল প্রকার অফারের ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে অতিথিগণ +৮৮০১৭১৩৩৮২৬০৯ অথবা +৮৮০১৭১৩০৩০৫২৮ নাম্বারে কল দিয়ে জেনে নিতে পারবেন। এছাড়াও হোটেলের অফিসিয়াল ফেইসবুক পেইজ মাধ্যমেও বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!