বুধবার, ২১ মে ২০২৫, ১১:১৪ অপরাহ্ন
টপ নিউজ::
মাদকে সয়লাব নাসিরনগর, ধ্বংসের পথে যুব সমাজ নোয়াখালী সোনাইমুড়ীতে সড়ক সংস্কারের অনিয়মের অভিযোগ উঠলেও সত্যতা মেলেনি নাগেশ্বরীতে মাদক নির্মূল ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন চকরিয়ায় একেএস ডায়াগনস্টিক সেন্টার ও একেএস ফার্মেসি উদ্বোধন নোয়াখালীতে উত্তরা ব্যাংকের সম্পত্তি কোর্টের রায়ে ৪৫ বছর পর উদ্ধার শ্রীবরদীর কাঁচা রাস্তার বেহাল দশা; জনদুর্ভোগ চরমে জামালপুরে বিএনপি নেতার গুদাম থেকে ৫ হাজার কেজি সরকারি চাল উদ্ধার বাংলাদেশে নিম্ন আয়ের মানুষের দারিদ্র্য হ্রাসকরণে পিকেএসএফ-এর চলমান প্রকল্পগুলিতে সহায়তা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে জাইকা আইসিএমএবি প্রতিনিধি দলের সঙ্গে মেঘনা গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ হাতির পায়ে পিষ্ঠ হয়ে দুই কৃষি শ্রমিকের মৃত্যু

নোয়াখালীতে শিক্ষার্থীর ওপর হামলা, প্রধান শিক্ষকের পদত্যাগপত্র কার্যকরের দাবি

রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি / ৬৭ বার
আপডেট সময় :: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ৮:১৯ অপরাহ্ন

নোয়াখালীর সদর উপজেলার মৃধারহাট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীর ওপর হামলা ও অভিযুক্ত প্রধান শিক্ষকের পদত্যাগপত্র কার্যকরের দাবিতে-শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের মৃধারহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী-শিক্ষকরা এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, মৃধারহাট উচ্চ বিদ্যালয়ের পদত্যাগকৃত প্রধান শিক্ষক হিরন্মময় ভৌমিকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় পদত্যাগকৃত প্রধান শিক্ষকের যোগসাজশে গত ২১ জানুয়ারি এসএসসি পরীক্ষার্থী শুভ’র ওপর বিদ্যালয়ে হামলা চালায় বহিরাগত সন্ত্রাসীরা। এর আগে, ফ্যাসিস্ট্রের দোসর অভিযোগে গত ১০ অক্টোবর হিরন্মময় ভৌমিক শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা তার পদত্যাগপত্র দ্রুত কার্যকরের দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মৃধারহাট উচ্চ বিদ্যালয়ের পদত্যাগকৃত প্রধান শিক্ষক হিরন্মময় ভৌমিক অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, এ ঘটনায় আমি শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্ট একাধিক কার্যালয়ে লিখিত ভাবে জানিয়েছি।  প্রশাসন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মৃধারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেবব্রত দাস,সহাকরী শিক্ষক কাজী হাবীবুর রহমান, হামলার শিকার শিক্ষার্থীর মা মারজাহান আক্তর, হামলার শিকার শিক্ষার্থী মাহফুজ শুভ, শিক্ষার্থী ফারিয়া পারভিন ও শারমিন আক্তার।

যোগাযোগ করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখিনূর জাহান নীলা বলেন, ওই শিক্ষককে জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছে বলে তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। সেই শিক্ষকের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। তদন্ত কমিটিও কাজ করছে। শিক্ষার্থীর ওপর হামলা হলে এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!