রবিবার, ২৫ মে ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
টপ নিউজ::
সাতক্ষীরায় বাসের ধাক্কায় ইজিবাইকের শিশু যাত্রী নিহত, আহত ৬ ছাত্রদল কর্মী রাফির হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ বিস্ফোরক দ্রব্য দ্বারা হত্যার চেষ্টা; আহত- ১ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার- ২ বিডার ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে ব্যবসা শুরুর ৫টি প্রাথমিক সেবা ক্যান্সার আক্রান্ত স্বামী ভারতের কারাগারে, দুই সন্তান নিয়ে অনাহারে দিনকাটে চন্দ্রভানুর মায়ের চোখের সামনে ট্রাক চাপায় শিশুর মৃত্যু মাদকাসক্ত ছেলেকে শিকলে বাঁধলেন বাবা-মা পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী নিহত   শেরপুরে আস ছামিউল আলীম সেচ্ছাসেবক সংগঠনের অফিস শুভ উদ্ভোধন

ছাত্রদল কর্মী রাফির হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি / ১১০ বার
আপডেট সময় :: রবিবার, ২৫ মে, ২০২৫, ৬:২৮ অপরাহ্ন

নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ছাত্রদলকর্মি আবুল হোসেন রাফির (১৯) হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

রোবরার (২৫ মে) বেলা ১২টা থেকে এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে নিহত রাফির বাবা, মা, স্বজন ও এলাকাবাসী ছাড়াও বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

এ সময় সমাবেশে রাফির বাবা আবুল কালাম আজাদ ও অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলামসহ এলাকাবাসী এবং ছাত্রদলের নেতাকর্মিরা বক্তব্য রাখেন।

বক্তাগণ ঘটনার চারদিনেও ছাত্রদলকর্মি আবুল হোসেন রাফির হত্যাকারী পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীনকে গ্রেপ্তার না করায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন। সমাবেশে রাফির হত্যাকারীকে আগামী ৭২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানানো হয়।

প্রসঙ্গত, গত বৃহস্প্রতিবার বিকেলে অশ্বদিয়া ইউনিয়নের অলিপুর গ্রামে বন্ধুদের সাথে ফুটবল খেলছিলেন রাফি। খেলায় এক বন্ধুর ঠোঁট কেটে গেলে পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীনের(৬০) কাছে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তিনি চিকিৎসা দিতে অস্বীকৃতি জানালে রাফির সঙ্গে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাফিকে ছুরিকাঘাত করেন শাহীন। আশংকাজনক অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকায় নেওয়ার পথে রাতে মারা যান রাফি।

এ ঘটনায় রাফির বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে পল্লী চিকিৎসক গিয়াস উদ্দিন শাহীনকে আসামি করে সুধারাম মডেল থানায় এ মামলা দায়ের করেন।

সুধারাম মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, ঘটনার পর অভিযুক্ত পল্লী চিকিৎসক এলাকা থেকে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে চেষ্টা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!