রবিবার, ২৫ মে ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন
টপ নিউজ::
সাতক্ষীরায় বাসের ধাক্কায় ইজিবাইকের শিশু যাত্রী নিহত, আহত ৬ ছাত্রদল কর্মী রাফির হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ বিস্ফোরক দ্রব্য দ্বারা হত্যার চেষ্টা; আহত- ১ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার- ২ বিডার ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে ব্যবসা শুরুর ৫টি প্রাথমিক সেবা ক্যান্সার আক্রান্ত স্বামী ভারতের কারাগারে, দুই সন্তান নিয়ে অনাহারে দিনকাটে চন্দ্রভানুর মায়ের চোখের সামনে ট্রাক চাপায় শিশুর মৃত্যু মাদকাসক্ত ছেলেকে শিকলে বাঁধলেন বাবা-মা পল্লী চিকিৎসকের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী নিহত   শেরপুরে আস ছামিউল আলীম সেচ্ছাসেবক সংগঠনের অফিস শুভ উদ্ভোধন

সাতক্ষীরায় বাসের ধাক্কায় ইজিবাইকের শিশু যাত্রী নিহত, আহত ৬

মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা প্রতিনিধি / ১০ বার
আপডেট সময় :: রবিবার, ২৫ মে, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ন

সাতক্ষীরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের মোস্তাকিম হোসেন (২) নামের এক শিশু যাত্রী নিহত হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। রোববার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের রামচন্দ্রপুর মোড় সংলগ্ন নিঝুমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মোস্তাকিম হোসেনের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামে। তার মায়ের নাম শাপলা খাতুন। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে আশাশুনি উপজেলার দরগাহপুর এলাকা থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সাতক্ষীরার দিকে যাচ্ছিল। রামচন্দ্রপুর মোড়ে পৌঁছালে বরিশাল রেজিস্ট্রেশনকৃত একটি যাত্রীবাহী বাস (বরিশাল-ব-১১-০০০১) একটি আলমসাধুকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং পেছন থেকে ইজিবাইকটিকে সজোরে আঘাত করে। এতে ইজিবাইকটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই দুই বছর বয়সী মোস্তাকিম নিহত হয়। আহতদের মধ্যে রয়েছেন শিশুটির মা শাপলা খাতুন (শ্রীকণ্ঠপুর, আশাশুনি), হযরত আলী গাজী (রাড়ুলি, পাইকগাছা, খুলনা), ফাতেমা খাতুন (ল²ীখোলা, পাইকগাছা), নাজমা খাতুন (শ্রীকণ্ঠপুর, আশাশুনি), মোজাম্মেল সরদার (ইজিবাইক চালক, দরগাহপুর, আশাশুনি) এবং রাশেদ আলী সরদার (চাঁদপুর, সাতক্ষীরা সদর)।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাশেদুজ্জামান জানান, আহত ছয়জনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পর্যেবক্ষণে রাখা হয়েছে। ঘটনার পর বাসচালক বাসটি ফেলে পালিয়ে যায়। তবে পুলিশ বাসটি জব্দ করেছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এবং দুর্ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!