শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
টপ নিউজ::
দূর্নীতি, অনিয়ম, গুম, খুন, চাঁদাবাজি করে বেশিদিন টিকে থাকা যায় না : অধ্যক্ষ আলমগীর হোসেন গুচ্ছগ্রামের পরিত্যক্ত ঘরেও স্থান হলো না গৃহহীন মমেনা বেগমের ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান শেরপুর জেলায় ৩৪ টি কেন্দ্রে ১৪৯৭২ জন শিক্ষার্থী এইচ.এস. সি পরিক্ষার্থীর উপস্থিতি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আইসিএমএবি প্রতিনিধি দলের সাক্ষাৎ মহুয়া সাংস্কৃতিক পরিষদের কমিটি ঘোষণা: সভাপতি হামিদুল আলম সখা ও সা. সম্পাদক সুবোধ চন্দ্র ভৌমিক বিসিএস প্রশাসন ক্যাডারে দেশসেরা হয়েছেন জামালপুরের ফরহাদ হোসেন সারাদেশে নারী নির্যাতনের শিকার ১,৫৫৫ জন, ধর্ষণের শিকার ৩৫৪ জন নোয়াখালীতে ঘরে ঢুকে আ.লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু

রিয়েলিটি শো’র প্রধান বিচারক নাজনীন হাসান খান

শওকত আলী হাজারী / ৬৪ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৫:২৯ অপরাহ্ন

পরিচালক ও প্রযোজক নাজনীন হাসান খান একটি রিয়েলিটি শোর বিচারক হিসেবে কাজ শুরু করেছেন। শোর নাম ‘মি. এন্ড মিস গ্ল্যামার লুকস-২০২৪’। এই শো’র প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এরই মধ্যে এর বিচারকার্য আরম্ভ হয়েছে।

নাজনীন হাসান খান বলেন, দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাগুলোকে তুলে ধরতে একটা ফ্ল্যাটফর্ম দরকার। আর সেই সুযোগ করে দিচ্ছে ‘মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস’। এই শো’তে অংশগ্রহণ করা প্রত্যেক প্রতিযোগি (ছেলে-মেয়ে) খুবই মেধাবী ও কর্মঠ। এই রিয়েলিটি শো’র মাধ্যমে , চিত্রনাট্য তৈরি, অভিনয় আবৃত্তি, নাচ-গান, র্যা ম্প শো, বিভিন্ন বিষয়ে প্রত্যেককে বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যাতে করে এখান থেকে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় থেকে সপ্তম স্থান অর্জন করবে তারা যেন ভালো কিছু করতে পারে- এই প্রত্যয়ে রিয়েলিটি শো’টি প্রতিবছর আয়োজন করে আসছে। এখান থেকে পূর্বে যারা বিজয়ী হয়ে বের হয়েছে তারা বর্তমানে মিডিয়াতে ভালো পারফর্ম করছে এবং তাদের নিজ মেধায় এগিয়ে যাচ্ছে।’

নাজনীন হাসান খান আরও বলেন, ‘বিচারক হিসেবে আমার ওপর কর্তৃপক্ষ আস্থা রাখার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং দায়িত্ব পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত।’

উল্লেখ্য, প্রতিযোগীগণ গত ১৭ অক্টোবর, ২০২৪ সারাদেশ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কয়েক হাজার প্রতিযোগী থেকে ৩৬ জনকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়। বর্তমানে এই ১৮ জনকে চিত্রনাট্য তৈরি, অভিনয়, নাচ-গান, র্যা ম্প শো, আবৃত্তিসহ শিল্পের নানা কৌশল নিয়ে গ্রুমিং করা হচ্ছে। চূড়ান্ত পর্বে নাজনীন হাসান খান সহ অন্যান্য বিচারকগণ টপ মেধাবী ৩ জনকে বিজয়ী নির্বাচিত করবেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!