শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উপজেলা কার্যালয় উদ্বোধন ও সদস্য নবায়ন ফরম বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা মহল্লায় স্থাপিত নতুন কার্যালয় উদ্বোধন ও সদস্য নবায়ন ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রকৌশলী ফাহিম চৌধুরী।
এ উপলক্ষে ৭ জুলাই বিকেলে নতুন কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান লিটনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশি প্রকৌশলী ফাহিম চৌধুরী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নালিতাবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন ভিপি।
জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নকলা উপজেলা বিএনপির আহবায়ক মো. খোরশেদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও নকলা উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, অস্ট্রেলিয়া প্রবাসী ফয়সাল চৌধুরী।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নালিতাবাড়ী উপজেলা বিএনপির নেতা রিপন তালুকদার, উপজেলা শ্রমিকদলের সভাপতি কবির আহমেদ, সাবেক সেচ্ছাসেবক দলের নেতা রুমান, বাঘবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক ও নন্নী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহসহ অনেকে।
এসময় জেলা বিএনপির সাবেক সদস্য এনামুল হক রিপন, উপজেলা বিএনপির সদস্য রাব্বেনূর চৌধুরী, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক এমপি ও বিএনপি সরকার দলীয় তৎকালীন হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর বড় ছেলে ফয়ছল চৌধুরী ও নাতি আহনাফ আলী চৌধুরীসহ শেরপুর জেলা এবং নকলা ও নালিতাবাড়ী উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, তারেক জিয়ার প্রজন্মদল ও ছাত্রদলসহ অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের অগণিত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।