বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন
টপ নিউজ::
মহুয়া সাংস্কৃতিক পরিষদের কমিটি গঠন: সভাপতি  লায়ন হামিদুল আলম সখা ও সাধারণ সম্পাদক সুবোধ চন্দ্র ভৌমিক বিসিএস প্রশাসন ক্যাডারে দেশসেরা হয়েছেন জামালপুরের ফরহাদ হোসেন সারাদেশে নারী নির্যাতনের শিকার ১,৫৫৫ জন, ধর্ষণের শিকার ৩৫৪ জন নোয়াখালীতে ঘরে ঢুকে আ.লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু নোয়াখালীতে সাপের ছোবলে শিশুর মৃত্যু স্ত্রীর দেয়া বাইকে প্রেমিকা নিয়ে ঘুরছেন স্বামী; বিচারের আশায় আদালতের বারান্দায় অন্তঃসত্তা অসহায় স্ত্রী বেলকুচিতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু দেশের স্বার্থে স্থলবন্দরগুলোকে আরো গতিশীল ও কার্যকর করার আহবান নৌপরিবহন উপদেষ্টার বিপুল উদ্দীপনায় সফলভাবে সম্পন্ন হলো ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৫’

নকলায় বাকপ্রতিবন্ধী নবদম্পতির পাশে বিএনপি নেতা শিবলু: সর্বমহলে প্রশংসা

নকলা (শেরপুর) প্রতিনিধি / ৩৭৬ বার
আপডেট সময় :: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাকপ্রতিবন্ধী কমল মিয়া ও পাশ্ববর্তী জামালপুর জেলার টিকরাকান্দি এলাকার মিম আক্তারের বিয়ে উপলক্ষে বিএনপি নেতা মোকছেদুল হক শিবলু মানবিক ও ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বাকপ্রতিবন্ধী নবদম্পতির বিয়ের সকল ব্যয় বহন করাসহ তাদের জীবনমান উন্নয়নে কমল মিয়ার কর্মসংস্থানের জন্য একটি সেলুন ব্যবসার ব্যবস্থা করেদেন। এছাড়া নিরাপদে বসবাসের জন্য বর-কনে দুই জনের নামে এক শতাংশ করে মোট ২ শতাংশ জমি দান করেন জনবান্ধব নেতা শিবলু। মানবিক ও মহৎ এ কাজের জন্য মোকছেদুল হক শিবলু সর্বমহলে প্রশংসা কুড়াচ্ছেন।

জানা গেছে, শুক্রবার বাকপ্রতিবন্ধী অসহায় বর-কনের বিয়ের সকল ব্যয় বহন করাসহ দুইশতাধিক বরযাত্রীর উন্নত মানের খাবারের আয়োজন করে উপজেলাবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন মানবিক বিএনপি নেতা মোকছেদুল হক শিবলু। আর শিবলুর এমন মহতী কাজে সার্বিক সহযোগিতা করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম ফরাজি।

বিয়ের পরে সর্বস্তরের জনগণ মোকছেদুল হক শিবলুর প্রশংসায় যেন পঞ্চমুখ। সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নবদম্পতির জন্য দোয়া ও অভিনন্দন জানানোর পাশাপাশি মোকছেদুল হক শিবলুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন।

অনেকে বলেন, ‘জনবান্ধব বিএনপি নেতা শিবলুর এমন মহৎ কাজের ফলে বাকপ্রতিবন্ধী বর-কনের বন্ধনই শুধু হয়নি, “পিছিয়ে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা” এটার সুষ্পষ্ট বার্তা বহন করেছে’। তারা আরো বলেন, ‘দেশের সকল সামর্থবান লোক গুলো যদি তাদের আশেপাশের অসহায় দরিদ্র জনগনের পাশে দাঁড়াতেন, তাহলে দেশ আরো দ্রুত উন্নতির দিকে এগিয়ে যেতো’। অসহায় দরিদ্রের পাশে দাঁড়াতে সামর্থবানদের প্রতি আহবান জানান তারা।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!