- - https://dailyjogajog.com -

বেলকুচি তামাই সানফ্লাওয়ার একাডেমি স্কুলে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে ঐতিহ্যবাহী তামাই সানফ্লাওয়ার একাডেমি স্কুলে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা। শনিবার সকালে ১লা ফেব্রুয়ারি তামাই স্কুল মাঠে সানফ্লাওয়ার একাডেমির সভাপতি হযরত আলী বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলিম।
অনুষ্ঠানে কুরআন তিলাওয়াতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তলন পায়রা অবমুক্ত করণ ও বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি আমিরুল ইসলাম খাঁন আলিম।

এসময় তিনি বলেন, গ্রাম পর্যায়ের স্কুলে এর আগে ছাত্র ছাত্রীদের এতো সুন্দর মনোমুগ্ধকর কুচকাওয়াজ, নিত্য প্রদর্শনী, খেলাধুলা কখনো দেখিনি, সানফ্লাওয়ার একাডেমির এই অনুষ্ঠান ঢাকা শহরের অনুষ্ঠানকেও হার মানিয়ে দিয়েছে। এই সুন্দর আয়োজনের জন্য সকল ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেলায়মান হোসেন ফাউন্ডেশনের চেয়ারপারসন হাজী সোলায়মান হোসেন মোল্লা, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি গনিত বিভাগের প্রভাষক মোছা: ফাতেমা আমিন আখি, তামাই অগ্রণী সংসদের সভাপতি মোঃ আব্দুল্লাহ মোল্লা, ঠাকুরগাও সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ও সানফ্লাওয়ার একাডেমির প্রধান উপদেষ্টা জাহিদ হাসান দিপু।

এসময় আরও উপস্থিত ছিলেন সানফ্লাওয়ার একাডেমির অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম, বেলকুচি থানা বিএনপির সদস্য এবাদুর রহমান রাজা, থানা বিএনপির সদস্য হাফিজ শেখ, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব বাবলু ফকির, তামাই অগ্রণী সংসদ এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইউসুফ আলী সেখ, ইউপি সদস্য শাহ আলম মন্ডল সহ অত্র গ্রামের ময়মুরুব্বি বিশিষ্ট সমাজ সেবক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার দর্শনার্থী ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।