বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
টপ নিউজ::
শেরপুরে ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষতি সাবেক সাত মন্ত্রী এক বিচারপতি সহ ২২ ভিআইপির মুক্তিযোদ্ধা সনদ তলব নকলা হাসপাতালে জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা আওয়ামী দোসরদের নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব দখলের চেষ্টা, ১০ সাংবাদিক আহত নোয়াখালীতে ১০ বছরের ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সিরাজগঞ্জে বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটার গাড়ি জব্দ কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ২২১০০ পিস ইয়াবাসহ ১ এক মাদক ব্যবসায়ীকে আটক সুবর্ণচরে বিধবাকে গণধর্ষণ, পলাতক আসামী গ্রেপ্তার ১ মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

ঢাকায় শেষ হল ৩ দিনব্যাপী বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা-২০২৫

শওকত আলী হাজারী / ৫৯০ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ২:৩৫ অপরাহ্ন

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) আয়োজিত ২৪-২৬ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী ‘বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠান ২৬ ফেব্রুয়ারি বুধাবার বিকেলে, বিসিএসআইআর ক্যাম্পাস, ধানমন্ডি, ঢাকায় অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ দেলোয়ার হোসেন এবং বিসিএসআইআর-এর সদস্য (উন্নয়ন) কাজী আনোয়ার হোসেন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসআইআর-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ মহোদয়।

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের পরিচালকবৃন্দ, গবেষণা সমন্বয়কারী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিসিএসআইআর-এর সচিব, সর্বস্তরের বিজ্ঞানী, প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অতিথিবৃন্দ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, মেলায় অংশগ্রহনকারী উদ্ভাবকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভাপতির ভাষণে বিসিএসআইআর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ ক্ষুদে বিজ্ঞানীদের উদ্দেশে বলেন, ‘তোমরাই আগামী দিনের জাতি গঠনের নেতৃত্ব দেবে। বিজ্ঞানচর্চার মাধ্যমে দেশগঠনের সুযোগ্য নেতৃত্ব সৃষ্টি ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনে বিসিএসআইআর বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে। সারাদেশে বিভিন্ন স্কুল, কলেজ থেকে ৭৫টির অধিক প্রকল্প নিয়ে শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এর ফলে সারাদেশে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আমাদের যে প্রয়াস ছিল সেটা অনেকটাই সফল হয়েছে। ক্ষুদে বিজ্ঞানীদের প্রকল্প তাদের সুপ্ত মনের চিন্তা-চেতনা আমাদের বিমোহিত করেছে। শিক্ষার্থীদের ৩টি গ্রুপে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত অংশগ্র ছিল অভাবনীয়, যা বিজ্ঞান শিক্ষার প্রতি তাদের আকর্ষণ বাড়িয়েছে।

বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তির বিকাশে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের এবং স্ব-শিক্ষিত বিজ্ঞানীদের নিয়ে তিন দিনের “বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা-২০২৫” বিজয়ী প্রতিযোগীদের পুরষ্কার ও সনদপত্র বিতরণ এর মধ্যে দিয়ে শেষ হয়েছে।

৩ দিনব্যাপী (২৪-২৬ ফেব্রুয়ারী, ২০২৫) আয়োজিত এই ক্ষুদে বিজ্ঞান মেলায় বিভিন্ন গ্রুপে প্রতিষ্ঠানের ৬৬টি বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শিত হয়, যেখানে অংশ গ্রহণ করে প্রায় ২০০ ক্ষুদে বিজ্ঞানী। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কয়েকটি প্রতিষ্ঠান ও মেলায় উপস্থিত দর্শনার্থীদের জন্য তাদের কার্যক্রম তুলে ধরেন।

বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা-২০২৫-এর তথ্য কণিকা:

ক-গ্রুপ (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি) – মোট প্রকল্প ২১টি এবং শিক্ষা প্রতিষ্ঠান -১৯টি, অংশগ্রহনকারী- ৭৬ জন: খ-গ্রুপ (৯ম থেকে ১০ম শ্রেণি) – মোট প্রকল্প ১৫টি এবং শিক্ষা প্রতিষ্ঠান -১৫টি, অংশগ্রহনকারী- ৬০ জন: গ-গ্রুপ (একাদশ থেকে দ্বাদশ শ্রেণি) – মোট প্রকল্প ১৮টি এবং শিক্ষা প্রতিষ্ঠান -১৭টি, অংশগ্রহনকারী-৫৮ জন: ঘ-গ্রুপ (স্ব-শিক্ষিত বিজ্ঞানী) – মোট প্রকল্প ২টি এবং অংশগ্রহনকারী- ৮ জন।

এছাড়া বিসিএসআইআর-এর পদ্ধতি/প্রসেস গ্রহণকারী ব্যবসা-প্রতিষ্ঠানের ষ্টল -৭টি। বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মন্ত্রণালয়ের অন্যান্য সরকারী প্রতিষ্ঠনের ষ্টল- ৪টি।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!