পিরোজপুরের নেছারাবাদ উপজেলার প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) এর আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮মে) দিনব্যাপি প্রান্তিক জনগোষ্ঠী এবং অন্যান্যদের অংশগ্রহনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
নেছারাবাদ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সমাজসেবা অফিসার তপন বিশ্বাস এর সঞ্চালনায়
মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জনাব আমিরুল আলম প্রবন্ধ উপস্থাপক, সমাজসেবা অফিসার, সমাজসেবা অধিদপ্তর ঢাকা,
এতে বিভিন্ন বিষয়ের উপর ধারনা প্রদান করেন, জনাব ইব্রাহিম খলিল সহকারী পরিচালক পিরোজপুর, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বক্তব্য রাখেন, জনাব জাকির হোসেন হাওলাদার, সহকারী পরিচালক পিরোজপুর।
এ সময় উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ (ওসি) বনি আমিন।
সেমিনারে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, পেশাজীবী প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন প্রক্রিয়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্ভাব্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এই প্রকল্পের মাধ্যমে আত্মকর্মসংস্থান, প্রশিক্ষণ এবং সুদ বিহীন ক্ষুদ্র ঋণের সুযোগ পাবেন। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেয়া সম্ভব হবে। এ কাজে সহযোগিতা করতে সকলকে আহবান জানানো হয়।