- - https://dailyjogajog.com -

বিস্ফোরক দ্রব্য দ্বারা হত্যার চেষ্টা; আহত- ১

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে  বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণের চাঞ্চল্যকর  ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছে। ২৩ মে রোজ শুক্রবার রাত প্রায়১২ ঘটিকার সময়  উপজেলার চাতলপাড় ইউনিয়নের  কাঠালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

কাঁঠালকান্দি গ্রামেন পশ্চিম পাড়া ভূইয়া বাড়ির মরহুম শামসুল হক ভূঁইয়ার ছেলে আহত  আফরোজ ভূঁইয়া (৪৭) বলেন,’ দোকান থেকে চা খেয়ে বাড়িতে ফেরার সময় তিনি মিনি টর্চ লাইটের আলোতে বাড়ির আঙিনায় একটি টর্চ লাইট মাটিতে পড়ে থাকতে দেখতে পান।

তাৎক্ষণিক  মনে সন্দেহ জাগে চোর  বাড়িতে ঢুকেছে কি না।তিনি বলেন আমার উপস্থিতি টের পেয়ে চোর পালিয়ে গেছে তাড়াহুড়া করে। চোর চলে গেছে লাইট ফেলে রেখে।এরা হয়তো গরু চোর। তাই দেরি না করে মাঠিতে পরে থাকা টর্চ লাইটটি হাতে নিয়ে গোয়াল ঘরের সামনের দরজা লক্ষ্য করে লাইটের সুইচ টিপি।উদ্দেশ্য গোয়াল ঘরের গরু গুলো  আছে কিনা দেখা।প্রথম বার সুইচে লাইট জ্বলেনি।দ্বিতীয় বার সুইচ টিপার পর হাতে থাকা টর্চ লাইট ব্রার্স্ট হয়ে বিস্ফোরিত হয়।’

স্থানীয়রা জানায়, এ ঘটনায় সুস্থ্য, সবল আফরোজ মিয়ার হাত এবং কোমরের নিচের অংশ ঝলসে গেছে এবং শরীরে কিছু অংশ থেতলে গেছে । পরে মুমুর্ষ  অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে  নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

এলাকাবাসির দাবি, আফরোজ ভূঁইয়াকে হত্যার  উদ্দেশ্য করে উক্ত লাইটে কোন শক্তিশালী বিস্ফোরক জাতীয় দ্রব্য সংযোজন  করা হয়েছে।

এ ঘটনার পর পুরো এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।চাতল পাড় তদন্ত কেন্দ্রের  ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।