বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
টপ নিউজ::
মহুয়া সাংস্কৃতিক পরিষদের কমিটি ঘোষণা: সভাপতি হামিদুল আলম সখা ও সা. সম্পাদক সুবোধ চন্দ্র ভৌমিক বিসিএস প্রশাসন ক্যাডারে দেশসেরা হয়েছেন জামালপুরের ফরহাদ হোসেন সারাদেশে নারী নির্যাতনের শিকার ১,৫৫৫ জন, ধর্ষণের শিকার ৩৫৪ জন নোয়াখালীতে ঘরে ঢুকে আ.লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু নোয়াখালীতে সাপের ছোবলে শিশুর মৃত্যু স্ত্রীর দেয়া বাইকে প্রেমিকা নিয়ে ঘুরছেন স্বামী; বিচারের আশায় আদালতের বারান্দায় অন্তঃসত্তা অসহায় স্ত্রী বেলকুচিতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু দেশের স্বার্থে স্থলবন্দরগুলোকে আরো গতিশীল ও কার্যকর করার আহবান নৌপরিবহন উপদেষ্টার বিপুল উদ্দীপনায় সফলভাবে সম্পন্ন হলো ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৫’

ঢাকায় ০৭ – ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অ্যানুয়াল বিআইডিএস কনফারেন্স অন ডেভেলপমেন্ট (এবিসিডি) ২০২৪

শওকত আলী হাজারী / ১৪৫ বার
আপডেট সময় :: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৮:১৩ অপরাহ্ন

উন্নয়ন বিষয়ক চার দিনব্যাপী এক সম্মেলন শুরু হচ্ছে আগামী ৭ ডিসেম্বর শনিবার ঢাকার গুলশানে লেকশোর হোটেলে। সমতা, সুযোগ, স্বাধীনতা এবং আত্মমর্যাদা’ এই প্রতিপাদ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) আয়োজন করতে যাচ্ছে অ্যানুয়াল বিআইডিএস কনফারেন্স অন ডেভেলপমেন্ট (এবিসিডি) ২০২৪।

উন্নয়ন বিষয়ক সমসাময়িক বিষয় ও বিতর্ক বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিশিষ্ট গবেষকদের গবেষণাকাজ উপস্থাপন করার একটি মাধ্যম হিসেবে কাজ করবে এই সম্মেলন।

সম্মেলনে ১২টি অ্যাকাডেমিক সেশনে মোট ৩০টি গবেষণাপত্র, ১২টি পাবলিক লেকচার এবং দু’টি মুখ্য বক্তৃতা উপস্থাপন করা হবে। অধিবেশনের আলোচ্য বিষয়বস্তু মূলত অর্থনৈতিক ও সামাজিক পুনর্গঠন, দারিদ্র্য, মূল্যস্ফীতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খাদ্যনিরাপত্তা, জ্বালানি, পরিবেশ, নগরায়ণ, বাল্যবিবাহসহ আরো অন্যান্য উন্নয়ন সংক্রান্ত বিষয়।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি ‘সমতা’ শিরোনামে সম্মেলনে বিশেষ ভাষণ দেবেন।

সম্মেলনে সেন্টার ফর পলিসি ডায়ালগের চেয়ারম্যান রেহমান সোবহান ‘অ্যাজেন্ডা ফর ইকনোমিক অ্যান্ড সোশ্যাল রিফর্ম’ শীর্ষক একটি পাবলিক লেকচার প্রদান করবেন। এছাড়াও বিআইডিএস’র প্রফেসরিয়াল ফেলো এম. এ. সাত্তার মণ্ডলের ‘কর্পোরেট কৃষি’, আইএফপিআরআই’র সিনিয়র রিসার্চ ফেলো জেসিকা লেইটের ‘স্ট্রাকচারাল ট্রান্সফর্মেশন অ্যান্ড ইটস ইফেক্ট অন গ্রোথ অ্যান্ড পভারটি’, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ এবং টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসুযুকি সওয়াদা ‘বিল্ডিং রেসিলিয়েন্স অ্যামং দ্য পুয়ার: লেসনস ফ্রম দ্য ফিল্ড’-সহ আরো নয়টি পাবলিক লেকচার উপস্থাপিত হবে।

সম্মেলনের ১ম এবং ৩য় দিনে যথাক্রমে কর্নেল বিশ্ববিদ্যালয়ের টি.এইচ. লি প্রফেসর অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল প্রফেসর অব অ্যাপ্লাইড ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট, ইকোনমিক্সের অধ্যাপক রবি কানবুরের ‘সমতা ও সুযোগ’ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লাভাতনিক স্কুল অব গভর্নমেন্ট এবং ইকোনমিক্স বিভাগের অধ্যাপক স্টেফান ডেরকনের ‘ক্যান বাংলাদেশ রিনিউ ইটস এলিট বার্গেন ফর ডেভেলপমেন্ট?’ শীর্ষক মুখ্য বক্তৃতা অনুষ্ঠিত হবে।

সম্মেলনে বেশ কয়েকটি একাডেমিক সেশন থাকবে। প্রযুক্তি, সাপ্লাই চেইন এবং কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য, জ্বালানি, পরিবেশ, কৃষি এবং ভূমি ব্যবহার বিষয়ে বিআইডিএস’র একাডেমিক সেশন থাকবে। এছাড়াও খাদ্য আয়-ব্যয় জরিপ-২০২২-এর ভিত্তিতে বিশ্বব্যাংকের বাংলাদেশে দারিদ্র্য নিয়ে বিশ্লেষণ, আইএফপিআরআই’র কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে গবেষণা, দারিদ্র্যসহ অন্যান্য বিষয়ের গবেষণা পদ্ধতি নিয়ে যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয়ের সেশন থাকবে।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!