শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন
টপ নিউজ::
দূর্নীতি, অনিয়ম, গুম, খুন, চাঁদাবাজি করে বেশিদিন টিকে থাকা যায় না : অধ্যক্ষ আলমগীর হোসেন গুচ্ছগ্রামের পরিত্যক্ত ঘরেও স্থান হলো না গৃহহীন মমেনা বেগমের ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান শেরপুর জেলায় ৩৪ টি কেন্দ্রে ১৪৯৭২ জন শিক্ষার্থী এইচ.এস. সি পরিক্ষার্থীর উপস্থিতি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আইসিএমএবি প্রতিনিধি দলের সাক্ষাৎ মহুয়া সাংস্কৃতিক পরিষদের কমিটি ঘোষণা: সভাপতি হামিদুল আলম সখা ও সা. সম্পাদক সুবোধ চন্দ্র ভৌমিক বিসিএস প্রশাসন ক্যাডারে দেশসেরা হয়েছেন জামালপুরের ফরহাদ হোসেন সারাদেশে নারী নির্যাতনের শিকার ১,৫৫৫ জন, ধর্ষণের শিকার ৩৫৪ জন নোয়াখালীতে ঘরে ঢুকে আ.লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু

সাতক্ষীরায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের অভিযোগ

মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা / ৫১৭ বার
আপডেট সময় :: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অন্যের ক্রয়কৃত বাশ-খুটি দিয়ে টিনের চাল তুলে জমি জবরদখলের ঘটনা ঘটেছে। গত শনিবার (০১ মার্চ) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের ইটাগাছা সংগ্রাম ফিলিং স্টেশনের পিছনে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আদালতে নালিশী এ জমির জবরদখল নেয় সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার মৃত আনছার আলীর ছেলে মো. আল আমিন।

এ ঘটনায় গত ২৪-০২-২০২৫ তারিখে ১৪৫ ধারা জারি করে বিজ্ঞ আদালত। এ আদেশে পরবর্তী দিন ধার্য্য করে ৪১৬নং স্মারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর সহকারী কমিশনারকে (ভূমি) অনুরোধ করা হয়। এরআগে গত ২৩-০২-২০২৫ তারিখে সাতক্ষীরার অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনের প্রেক্ষিতে ২৪-০২-২০২৫ তারিখে ১৪৫ ধারা জারি করে বিজ্ঞ আদালত।

ভুক্তভোগী সাতক্ষীরার বাঁকাল এলাকার মৃত আফজাল সরদারের ছেলে মো. মারুফ হোসেন বাবলু জানান, ‘সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্রি অফিসে ১৭-০২-১৯৯৯ তারিখে ১৩৭৫ নং ও ১০-০৮-২০০০ তারিখে ৭৫৯০ নং কোবলা দলিল মূলে সাতক্ষীরার পলাশপোল মৌজায়, জে এল নং- ৯৪, এসএ খতিয়ান নং- ১১৭৪, দাগ নং- ১৩৩০২, ১৩৩৮৩ তে ৫.৫ ও ৬ মোট ১১.৫০ শতক এবং আরএস/বিএস খতিয়ান ৩২৫৮, দাগ নং- ৫৮৮০ ও ৫৮৮১ দাগে মোট ৫.৭৫ শতক জমি ক্রয় করে পাকা স্থাপনা নির্মাণ করে ভোগ দখলে আছি। বেশ কিছুদিন ধরে আমার ক্রয়কৃত ভোগদখলীয় সম্পত্তি বহিরাগত লোকজন নিয়ে জবরদখলের পাঁয়াতারা শুরু করে মৃত আনছার আলীর ছেলে মো. আল আমিন। তারই জের ধরে গত ২৩ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে আল আমিনের নেতৃত্বে বহিরাগত লোকজন এসে আমাদের সম্পত্তি দখল করার চেষ্টা করে’।

তিনি আরো জানান, ‘এ ঘটনার পর আমি আদালতের স্মরণাপন্ন হই। আদালত ১৪৫ ধারা জারি করে সেখানে সকল ধরণের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু আদালতের নির্দেশ না মেনে তারা তাদের জবরদখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। প্রশাসনকে জানালেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না’। এদিকে জবরদখলে অভিযুক্ত আল আমিন জানান, ‘অন্যের জমিতে নয় নিজেদের ক্রয়কৃত জমিতে ঘর বাঁধতে গেলে উল্টে মো. মারুফ হোসেন ও তার ছেলে কাজে বাঁধা দিচ্ছে এবং এসে আমাদের ঘেরা বেড়া, চাল, ও জিনিসপত্র ভাঙচুর করেছে’।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর সহকারী কমিশনারকে (ভূমি) অতীশ সরকার বলেন, ‘আদালতের নির্দেশনা উপেক্ষা করে যদি সেখানে জবরদখল প্রক্রিয়া চলমান থাকে সেই রিপোর্টটা আমারা আদালতের ধার্য্য দিনে আদালতে পেশ করবো এবং রিপোর্ট অনুযায়ী আদালত অবশ্যই যথাযথ সিদ্ধান্তে পৌঁছাবে। এটা আদলতের মাধ্যমেই নিষ্পত্তি হবে’।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!