বাল্যবিবাহ প্রতিরোধে সারাদেশব্যাপী যখন প্রতিরোধ ও সচেতনতা চলছে তখন সাতক্ষীরা জেলা মন্দিরেই বাল্যা বিবাহ দেওয়ার অভিযোগ উঠেছে।
গত সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা জেলা মন্দির প্রাঙ্গনে একটি বাল্য বিয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
জেলা মন্দিরে বাল্য বিবাহের ঘটনার তথ্যানুসন্ধানে আরো জানা গেছে, সোমবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের কাপালি পাড়ার গৌর সরদারের ছেলে চিরঞ্জিত সরদারের সাথে একই ইউনিয়নের লক্ষীদাড়ী গ্রামের অমল সরকারের অপ্রাপ্তবয়স্ক কন্যা নবম শ্রেণির এক ছাত্রীর বাল্য বিবাহ সম্পন্ন হয়েছে।
অভিযোগ আছে সাতক্ষীরা জেলা মন্দিরের পুরোহিত শ্যামল কুমার চ্যাটার্জি অবৈধভাবে অর্থের বিনিময়ে জেলা মন্দির প্রাঙ্গনে এই বাল্য বিয়ে সম্পন্ন করেছেন। তবে তাৎক্ষণিক জেলা মন্দিরের পুরোহিত শ্যামল কুমার চ্যাটার্জির বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জানা গেছে, সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাংবিধানিক নিয়ম অনুযায়ী মন্দির প্রাঙ্গণে বিবাহ সম্পন্ন করতে হলে জাতীয় পরিচয় পত্রের সত্যতা যাচাই-বাছাই করে প্রাপ্তবয়স্ক হলে বিবাহ রীতি আছে। তবে এই বিয়ের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাড. সোমনাথ ব্যাণার্জ্যি জানান, ‘বিষয়টি তিনি জেনেছেন। তবে এটি বাল্য বিয়ে নয়। মেয়েটির জন্মনিবন্ধনের কপি মন্দিরে জমা আছে। মেয়েটির বয়স ১৯ বছর।’ জন্মনিবন্ধনের কপিটি অনলাইন কপি কি’না এবিষয়ে জানতে চাইলে জেলা মন্দির সমিতির সভাপতি তা নিশ্চিত করতে পারেননি।