বুধবার, ০২ জুলাই ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
টপ নিউজ::
শেরপুরে ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষতি সাবেক সাত মন্ত্রী এক বিচারপতি সহ ২২ ভিআইপির মুক্তিযোদ্ধা সনদ তলব নকলা হাসপাতালে জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা আওয়ামী দোসরদের নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব দখলের চেষ্টা, ১০ সাংবাদিক আহত নোয়াখালীতে ১০ বছরের ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সিরাজগঞ্জে বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটার গাড়ি জব্দ কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ২২১০০ পিস ইয়াবাসহ ১ এক মাদক ব্যবসায়ীকে আটক সুবর্ণচরে বিধবাকে গণধর্ষণ, পলাতক আসামী গ্রেপ্তার ১ মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন শাহ মো. আবু রায়হান আলবেরুনী

বিশেষ প্রতিনিধি / ৪৫৩ বার
আপডেট সময় :: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

আওয়ামী লীগ সরকারের আমলে অবসরে যাওয়া বঞ্চিত ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর প্রেক্ষিতে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন শাহ মো. আবু রায়হান আলবেরুনী।

উল্লেখ্য আওয়ামী লীগের শাসন আমলে তিনি বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের সদস্য (যুগ্ম সচিব) হিসেবে অবসরে যান। এর আগে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও উচ্চ পর্যায়ের দপ্তরে চাকুরি করেছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ঐ আমলে বৈষম্যের স্বীকার হওয়া কর্মকর্তাগণ বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে বিষয়টিকে তুলে ধরলে সরকার তা আমলে নেয়। সেই প্রেক্ষিতে অবসরে যাওয়া বঞ্চিত ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে আর্থিক সুবিধা দেওয়ার সুপারিশ করে বঞ্চনা নিরসন কমিটি গত ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দেয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় আজ রোববার (৯ ফেব্রুয়ারি) পৃথক আদেশে বঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তারা এক বা একাধিক পদে ভূতাপেক্ষ পদোন্নতির তারিখ থেকে বিধি মোতাবেক প্রাপ্যতা অনুযায়ী সব আর্থিক সুবিধা পাবেন।

শাহ মো. আবু রায়হান আলবেরুনী বিসিএস (প্রশাসন) ৮ম ব্যাচের কর্মকর্তা। ১৯৮৯ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। উল্লেখ্য তিনি ঝিনাইগাতী উপজেলার প্রথম বিসিএস কর্মকর্তা। তিনি উত্তর বাংলা সাহিত্য পরিষদ স্বর্ণপদকসহ অসংখ্য পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন। শিক্ষাজীবন থেকে সাহিত্য ও সংস্কৃতির প্রতি তাঁর গভীর অনুরাগ লক্ষ্য করা যায়। কলেজের সাহিত্য সাময়িকীতে তার অনবদ্য লেখা প্রকাশ হয়েছে গল্প, কবিতা, প্রবন্ধ, নিবন্ধসহ আইন বিষয়ক কিছু লেখা। এ যাবৎ কালে তার বিভিন্ন বিষয়ে মোট ২৫টি বই প্রকাশিত হয়েছে।

সরকারি প্রতিনিধি হিসেবে তিনি ইতালি, সুইজারল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ড, বেলজিয়াম, ভারত, নেপাল, ভুটান, সৌদি আরব, মায়ানমার, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, ইন্দোনেশিয়া, জাকার্তা, জাভা, তিমুর, বান্দুং এবং যুক্তরাষ্ট্র সফর করেন এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশ যেমন ক্যালিফোর্নিয়া, কলোরাডো, নিউ ক্যারিলিনা, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া এবং নিউইয়র্ক সহ বেশ কিছু অঞ্চল ভ্রমণ করেন।

আবু রায়হান আলবেরুনী ১৯৬৪ সালে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার জুলগাঁও গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মাওলানা সমছ উদ্দীন সরকার ও মা গুলে রায়হান নেছা।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!