- - https://dailyjogajog.com -

ঝিনাইগাতীতে ’আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)’ সংগঠনের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

শেরপুরের ঝিনাইগাতীতে সামাজিক সংগঠন আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি)’র উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

উক্ত কর্মসূচির অংশ হিসেবে ২৯ আগষ্ট বৃহস্পতিবার বিকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা বাজার দারুল আরকাম মাদরাসা মাঠে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ও গাছের চারা বিতরন করা হয়।

এ বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার।

সংগঠনের সভাপতি হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ মনজুরুল হক প্রমুখ। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাহাদী হাওলাদার,জাহিদুল ইসলাম,আশিক আহমেদ,সজিব,লিখন,আলিম, উম্মুল ক্বোরা মহিলা মাদরাসার মোহতামিম মোঃ মাসুদুর রহমান, দারুল আরকাম মাদরাসার মোহতমিম আব্দুল মোন্নাফসহ মাদরাসার শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ।