বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন
টপ নিউজ::
মহুয়া সাংস্কৃতিক পরিষদের কমিটি গঠন: সভাপতি  লায়ন হামিদুল আলম সখা ও সাধারণ সম্পাদক সুবোধ চন্দ্র ভৌমিক বিসিএস প্রশাসন ক্যাডারে দেশসেরা হয়েছেন জামালপুরের ফরহাদ হোসেন সারাদেশে নারী নির্যাতনের শিকার ১,৫৫৫ জন, ধর্ষণের শিকার ৩৫৪ জন নোয়াখালীতে ঘরে ঢুকে আ.লীগ নেতার মাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট নোয়াখালীতে করোনায় বৃদ্ধের মৃত্যু নোয়াখালীতে সাপের ছোবলে শিশুর মৃত্যু স্ত্রীর দেয়া বাইকে প্রেমিকা নিয়ে ঘুরছেন স্বামী; বিচারের আশায় আদালতের বারান্দায় অন্তঃসত্তা অসহায় স্ত্রী বেলকুচিতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু দেশের স্বার্থে স্থলবন্দরগুলোকে আরো গতিশীল ও কার্যকর করার আহবান নৌপরিবহন উপদেষ্টার বিপুল উদ্দীপনায় সফলভাবে সম্পন্ন হলো ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৫’

ইসলামিক ফাউন্ডেশনের নয়া মহাপরিচালক হিসেবে আঃ ছালাম খান এর যোগদান

শওকত আলী হাজারী / ৭১ বার
আপডেট সময় :: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৬:২৪ অপরাহ্ন

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন আঃ ছালাম খান (সিনিয়র জেলা ও দায়রা জজ)। ২২ ডিসেম্বর ২০২৪, রবিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও প্রধান কার্যালয়ে তিনি যোগদান করেন।

এর আগে গত ১৮ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ খুলনা এর সিনিয়র জেলা ও দায়রা জজ আঃ ছালাম খান কে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি ইসলামিক ফাউন্ডেশনের বিদায়ী মহাপরিচালক ড. মহাঃ বশিরুল আলম (অতিরিক্ত সচিব) এর স্থলাভিষিক্ত হলেন। মধ্যবর্তী এ সময়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাইফুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এর দায়িত্ব পালন করেন।

সিনিয়র জেলা ও দায়রা জজ আঃ ছালাম খান ১৮তম বিসিএস এর মাধ্যমে জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। সর্বশেষ তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ খুলনা এর সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ১৯৮৮-৮৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। সেখান থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম সম্পন্ন করেন। এছাড়া মুর্শিদাবাদের সারুলিয়া দারুল উলুম মাদ্রাসা থেকে ইফতাহ সম্পন্ন করেন। তিনি চাকুরীজীবনে সহকারী জজ হিসেবে ফরিদপুর জেলা থেকে কর্মজীবন শুরু করেন। এছাড়া নোয়াখালী, নড়াইল, যশোর, বাগেরহাট, মাগুরা, চাঁপাইনবাবগঞ্জ, কিশোরগঞ্জ, শরীয়তপুর জেলায় বিভিন্ন পদে কর্মরত ছিলেন। সর্বশেষ খুলনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৩ এর সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন। চাকুরিজীবনে সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

আঃ ছালাম খান রাষ্ট্রীয় কাজে সৌদি আরব, ভারত, কুয়েতসহ পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেন। তারঁ নিজ জেলা মাদারীপুর। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। তার কন্যা তাসমিন খান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ইলেট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিকস ইঞ্জনিয়ারিং এর ৪র্থ বর্ষে অধ্যয়নরত। তাঁর স্ত্রী জাহানারা বেগম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে অবসরগ্রহণ করেছেন।

এদিকে, রবিবার সকাল ১০ টায় নবনিযুক্ত মহাপরিচালক দায়িত্বভার গ্রহণের পর ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁওস্থ সভাকক্ষে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাথে এক পরিচিতি সভায় মিলিত হন। এছাড়া বিকেল তিনটায় ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগে কর্মরত কর্মচারিদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!