- - https://dailyjogajog.com -

শেরপুরে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

শেরপুরের শ্রীবরদী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই জমজ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) দুপুরে ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলেন- রেজুওয়ানা ও রেজবানা। দুজনেরই বয়স দের বছর। কৃষ্ণপুর এলাকায় রাকিবুল ইসলাম রকির সন্তান।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশু দুইজন বেশিরভাগ সময় নানার বাড়িতেই থাকত। বুধবার সকালে খেলতে বের হয়ে একপর্যায়ে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ। তিনি বলেন, মৃত শিশুদের সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের কাজ চলমান রয়েছে।