বুধবার, ০২ জুলাই ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
টপ নিউজ::
শেরপুরে ঝগড়ারচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ কোটি টাকার ক্ষতি সাবেক সাত মন্ত্রী এক বিচারপতি সহ ২২ ভিআইপির মুক্তিযোদ্ধা সনদ তলব নকলা হাসপাতালে জেলা স্বাস্থ্য বিভাগীয় মাসিক সমন্বয় সভা আওয়ামী দোসরদের নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাব দখলের চেষ্টা, ১০ সাংবাদিক আহত নোয়াখালীতে ১০ বছরের ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সিরাজগঞ্জে বানিয়াগাঁতী স্কুল এন্ড কলেজে  বৃক্ষরোপণ কর্মসূচি পালন কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটার গাড়ি জব্দ কুড়িগ্রামের রৌমারী উপজেলাতে ২২১০০ পিস ইয়াবাসহ ১ এক মাদক ব্যবসায়ীকে আটক সুবর্ণচরে বিধবাকে গণধর্ষণ, পলাতক আসামী গ্রেপ্তার ১ মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

অ্যাসোসিয়েশন অব ফিসিশিয়ানস অব বাংলাদেশের বার্ষিক সম্মেলন এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে : স্বাস্থ্যমন্ত্রী

শওকত আলী হাজারী / ২৬৭ বার
আপডেট সময় :: রবিবার, ২ জুন, ২০২৪, ১২:০১ অপরাহ্ন

অ্যাসোসিয়েশন অব ফিসিশিয়ানস অব বাংলাদেশের বার্ষিক সম্মেলন এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে : স্বাস্থ্যমন্ত্রী

শওকত আলী হাজারী ।।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, চিকিৎসা পেশা একটি মহান পেশা। চিকিৎসকদের উপর সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকে। চিকিৎসা সেবার মানকে আমরা আরো উন্নত পর্যায়ে নিয়ে যেতে চাই। আমার বিশ্বাস, সম্মিলিতভাবে চেষ্টা করলে আমরা সেটা পারব। আমি মন্ত্রী হওয়ার পর থেকে সারা দেশ ঘুরে বেড়াচ্ছি। চিকিৎসকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি, আমি এই জায়গায় আসব তা স্বপ্নেও ভাবতে পারিনি। চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করা হবে। আবার রোগীদেরও সুরক্ষা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য সুরক্ষা আইন পাশে কাজ করছে মন্ত্রণালয়।

শুক্রবার ৩১ মে ২০২৪ খ্রি: সন্ধ্যায় ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে অ্যাসোসিয়েশন অব ফিসিশিয়ানস অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৩৩তম বার্ষিক সম্মেলন এবং আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, সম্প্রতি জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনসহ বিভিন্ন ইভেন্টে বাংলাদেশের স্বাস্থ্যসেবার ভূয়সী প্রশংসা করা হয়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধিগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাস্থ্যসেবায় অবদানের জন্য একজন বৈশ্বিক রোল মডেল হিসেবে অভিহিত করেছেন। যা একজন বাংলাদেশি হিসেবে অত্যন্ত গর্বের বিষয়।

স্বাস্থ্যমন্ত্রী অ্যাসোসিয়েশন অব ফিসিশিয়ানস অব বাংলাদেশ বা এপিবিকে দেশের মেডিসিন এবং সংশ্লিষ্ট বিষয়সমূহের চিকিৎসকদের দক্ষ সংগঠন বলে অভিহিত করেন এবং এপিবি যে ভারত, নেপাল, শ্রীলঙ্কার সংগঠনের সাথে জোরদার সম্পর্ক গড়ে তুলেছে তার প্রশংসা করেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছে। স্বাস্থ্য ও চিকিৎসা খাতের উন্নতি মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রার অন্যতম বাহন। আশা করি, এই অগ্রযাত্রায় এপিবি স্বতঃস্ফূর্ত ভূমিকা রাখবে।

অ্যাসোসিয়েশন অব ফিসিশিয়ানস অব বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক মো. রফিকুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাধীনতা চিকিৎসা পরিষদের মহাসচিব অধ্যাপক মো. কামরুল হাসান মিলন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এপিবি এর মহাসচিব অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত । অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী, অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং অধ্যাপক ডা. এইর্চ এম রোশন এর হাতে এন ইসলাম স্মৃতি স্বর্ণপদক তুলে দেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব ফিজিশিয়ানস অব ইন্ডিয়া ডা. জ্যোতির্ময় পাল, ইনমোভেটিভ ফিজিশিয়ান ফোরাম এন্ড আইপিএফ গ্লোবাল অ্যাম্বাসেডর প্রফেসর ডা. যুগল কিশোর শর্মা, সোসাইটি অব ইন্টারনাল মেডিসিন (সাইমন) নেপালের ভাইস প্রেসিডেন্ট ডা. মুকন্দ প্রসাদ কাফলি, জেনারেল সেক্রেটারি ডা. রামিলা শ্রেষ্ঠা, কলেজ অব ইন্টারনালি মেডিসিন শ্রীলংকার প্রেসিডেন্ট ডা. সুড়ঙ্গ মানিলগামা, শ্রীলংকার ইন্টারনাল মেডিসিন কনসালটেন্ট ডা. কৃষ্ণনাথ জয়াশেকারা ও কলকাতার পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ-এর মেডিসিন বিভাগের প্রফেসর নন্দিনী চ্যাটার্জি প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com
error: Content is protected !!
error: Content is protected !!